শ্রীবাস সরকার, স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নিয়োগ পরিক্ষায় অসৎউপায় অবলম্বন করার দায়ে হুসাইন মোহাম্মদ রুবেল (২৫) নামে এক ব্যাক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
হুসাইন মোহাম্মদ রুবেল পৌরসভার পূর্ব মাধবপুর এলাকার মো: জহির মিয়ার ছেলে ।
শনিবার (২৫ মে) সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌরসভার নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত নিয়োগ পরিক্ষায় ৬ টি পদে ৫১ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরমধ্যে হোসাইন মোহাম্মদ রুবেল অসৎ উপায় অবলম্বন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি পৌর মেয়র হাবিবুর রহমান মানিক নিশ্চিত করেন ।