প্রেস বিজ্ঞপ্তিঃ সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় গত ২৮শে ডিসেম্বর ২০১৫ইং তারিখে ৩১ সদস্য নিয়ে যাত্রা করেন “মাধবপুর রিপোর্টার্স ইউনিটি” সংগঠনটি। পা পা হাঁটি হাঁটি করে ৯ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে উক্ত সাংবাদিক সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের গঠনতত্ত্বের নিয়ম অনুসারে ও সংগঠনের কাজের পরিধি বিস্তার লাভের লক্ষ্যে নতুন সদস্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা সদস্য হতে ইচ্ছুক আজই সদস্য ফরম সংগ্রহ করতে পারেন। ফরম সংগ্রহ করার জন্য যোগাযোগ করুন দপ্তর সম্পাদক প্রবীর চন্দ্র দাস এর সাথে। মোবাইলঃ 01723212280
বিস্তারিত জানতে যোগাযোগ করুন সাংগঠনিক সম্পাদক নারায়ন সরকার নয়ন এর সাথে। মোবাইলঃ 01785695615
বিজ্ঞপ্তি প্রকাশেঃ
সভাপতি ( এম এ কাদের) /সাধারণ সম্পাদক ( শ্রীবাস সরকার) । প্রয়োজনেঃ 01711991217 (সভাপতি), 01721781475 ( সাধারণ সম্পাদক) ।