মোঃ জসিম উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুরে আগামী ২২, ২৩, ২৪ ডিসেম্বর ২০২১ইং রোজ: বুধ, বৃহসপ্রতি ও শুক্রবার তিনদিন ব্যাপী তাফসীরুল কোরআন সুন্নী মহা-সম্মেলনের আয়োজন করা হয়েছে ।
জানাযায় যে, উপজেলার শাহপুর মোকামবাড়ী ঈদগাহ মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ আছকির মিয়া তালুকদার এবং মোঃ মফিল মিয়া, মোঃ ইছার উদ্দিন,মোঃ করিম মাস্টার, মোঃ তাহের মিয়া, মোঃ ফজলু মিয়া সর্দার, ও মোঃ আব্দুল সালামসহ সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন। এই তাফসীরুল কোরআন মাহফিলে সভারত্ন হিসেবে থাকবেন আলহাজ্ব সৈয়দ দস্তগীর পীর সাহেব ও পীরজাদা সৈয়দ মোঃ শরীফ উদ্দিন সাহেব ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফ।
প্রধান মেহমান হিসেবে থাকবেন: বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব এডভোকেট মাহবুব আলী এম,পি।
বিশেষ মেহমান হিসেবে থাকবেন: মাধবপুর উপজেলা চেয়ারম্যান- সৈয়দ মোঃ সাজাহান সাহেব, হবিগঞ্জ জেলা পরিষদের পেনলে চেয়ারম্যান-০১ সৈয়দ মোঃ শামীম সাহেব, মাধবপুর উপজেলার ভাইস-চেয়ারম্যান জনাব মজিব উদ্দিন তালুকদার, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগে যুগ্ন সাধারণ সম্পাদ জনাব জাকির হোসেন চেীঃ ওয়াসিম, মাধবপুর উপজেলা আ.লীগের সহসভাতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকাদর বেনু ও জনাব মহিউজ্জামান হারুন, মাধবপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক, মাধবপুর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মুজাহিদ বিন ইসলাম, মাধবপুর উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোঃ তাজুল ইসলাম তাজু , ৯নং নোয়াপাড়া ইউ‘পির চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ সাহেব, নোয়াপাড়া ইউ‘পি সদস্য জনাব মোঃ নরুল হাসান তপু সাহেব, জনাব মোঃ হেলাল মিয়া সাহেব, জনাব মোঃ আদম খাঁ সাহেব, জনাব মোঃ সোয়েব তালুকদার সাহেব, জনাব এস এম বদরুদ্দুজা খোকন মিয়া সাহেব, জনাব মোঃ ইকবাল মিয়া সাহেব ও সাবেক মেম্বার মোঃ কাওসার মিয়া সাহেব ।
প্রথম দিন ওয়াজ ফরমাইবেন যারা:-
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: মুফাচ্ছিরে কোরআন হযরত মাওঃ হুমায়ুন কবির সাহেব, বিশেষে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: মাওঃ হাফেজ আব্দুর রহমান সাহেব ও মাওঃ শামীম রেজা আত-তাহেরী সাহেব।
২য় দিন ওয়াজ ফরমাইবেন যারা:-
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: মাওঃ কামাল উদ্দিন আনসারী সাহেব, বিশেষে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: মাওঃ মুফতী আবুল ফজল সাহেব, ও মাওঃ মুফতি নাজিম উদ্দিন মাছুমী সাহেব ।
৩য় দিন ওয়াজ ফরমাইবেন যারা:-
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: মুফতী আলমগীর হোসাইন সাইফী সাহেব, বিশেষে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: মাওঃ মুফতি মোযযাম্মিল হক মাছুমি সাহেব, ও মাওঃ মুফতি শাহআলম মাছুমী সাহেব।
আমন্ত্রিত ওলামায়ে কেরামগন: হযরত মাওঃ হাফেজ মুফতি শিহাব উদ্দিন মুফাসসির সাহেব, ক্বারী হযরত মাওঃ কাউসার আহমেদ সাহেব, ক্বারী হযরত মাওঃ মুতাব্বির হুসেন সাহেব, ক্বারী হযরত মাওঃ হাফেজ আব্দুল্লাহ আল-মামুন সাহেব, ক্বারী হযরত মাওঃ মঞ্জুরুল ইসলাম সাহেব, ক্বারী হযরত মাওঃ ফয়সাল আহম্মেদ সাহেব প্রমূক । এছাড়া আরও আমন্ত্রিত অতিথি ও ওলামায়ে কেরামগন উপস্থিত থাকবেন।অতএব দেশবাসী সকলের সহযোগিতা ও উপস্থিত থেকে দুনিয়া ও আখেরাতের অশেষ নেকি হাসিল করুন ।
দাওয়াতক্রমে: খাদেম বাদু মিয়া ওরফে সানু ও মোঃ শাহ আলম মিয়া, খাদেম শাহপুর মোকাম । মাহফিল পরিচালনা করবেন: ক্বারী হযরত মাও ফয়সাল আহমেদ সাহেব, খতিব শাহ শরিফ উদ্দিন (রহঃ) দরগা জামে মসজিদ ।
মাহফিলে উপস্থাপনায় থাকবেন: সিনিয়র সাংবাদিক, মাইটিভি‘র সাবেক প্রতিনিধি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক এর পরিচালক, এফআইআর টিভি অনলাইন এর ম্যানেজিং ডিরেক্টর ও শাহপুর পাকপাঞ্জতন যুব সংগঠন এর প্রতিষ্টাতা ও পরিচালক এম এ কাদের।
মাহফিলের সার্বিক সহযোগিতায় থাকবে: শাহপুর পাক পাঞ্জাতন যুব সংগঠনের সকল সদস্যবৃন্দ ।