মাধবপুর শিমূলঘরে বজ্রপাতে নিহত-০২, আহত- ০২ ! 

0
552

এম এ কাদেরঃ হবিগঞ্জের মাধবপুরে দাওয়াত খেয়ে ফেরার পথে বজ্রপাতে শান্তা ও সাদিয়া নামে দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত শারমীন আক্তারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং দুই বছরের শিশু বাচ্চা আশামণি’কে স্হানীয় ভাবে চিকিৎসা করানো হচ্ছে।

২৮শে সেপ্টেম্বর শুক্রবার বিকালে সাড়ে ৫টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের মোঃ ছেনু মিয়ার বাড়ী থেকে বের হয়ে সড়ক বাজারে যাবার পথে ইদ্রিস মিয়ার বাড়ী পাশে  এ ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা গেছে, ছাতিয়াইন ইউপি’র ১নং ওয়ার্ড দক্ষিন গ্রামের রহমত আলীর স্ত্রী শারমীন আক্তার (৩৫), তার পুত্রবধু সুহেল মিয়ার স্ত্রী শান্তা আক্তার (২৫) ও ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী রুবেল মিয়ার  মেয়ে সাদিয়া আক্তার (১৩) ও সুহেল মিয়ার মেয়ে শিশু বাচ্চা আশামণি’কে নিয়ে শিমুলঘর গ্রামে ছেনু মিয়ার বাড়ীতে দাওয়াত খাওয়ার জন্য যান। খাবার শেষে নিজ বাড়িতে ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারের দিকে যাত্রা পথে মোঃ ইদ্রিস মিয়ার বাড়ীর কাছাকাছি পৌছামাত্র হঠাৎ বজ্রপাত ঘটে।

এতে ঘটনাস্থলে পুত্রবধূ শান্তা, সাদিয়া, শিশু বাচ্চা আশামণি ও শারমীন কে গুরুতর আহত অবস্থায় রহমত আলীর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ।জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মোঃ রকিবুল ইসলাম সাদিয়া ও শান্তা বেগমকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনজুর আহ্সান নিহতের পরিবারকে সরকারী তহবিলের সহায়তা নিয়ে পাশে থাকবেন বলে গণমাধ্যম’কে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here