মোঃ ইয়াছিন মির্জা, মাধবপুর থেকেঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামে আজ দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় ঐ গ্রামের দুই কৃষক সৈয়দ মিয়া ও হাবিব মিয়ার দুইটি গরুর মৃত্যু হয় । এত উভয় কৃষকের প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতিগস্থের মুৃখে পড়েন ।