এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষিকী-মুজিবর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশ হেডকোয়াটার্স তত্ত্বাবধানে অন্যান্য থানার ন্যায় মাধবপুর থানার ০৭ নং জগদীশপুর ইউনিয়নের চারাভাংগা গ্রামে ঘর নির্মান করা হয়। উক্ত ঘরের জায়গাটি চারাভাংগা গ্রামের মরহুম ফুল মিয়া সাহেব এর পুত্র জনাব সৈয়দ ইমরুল হাসান রাসেল সাহেব দান করেন। গত ১০ই এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের উক্ত ঘরের শুভ উদ্ধোধন করেন। এরই ধারাবাহিকতায় ১৫ ই এপ্রিল শুক্রবার পুলিশের এই মানবিক কাজকে উৎসাহিত করার লক্ষ্যে গৃহহীন মোছাঃ সুফিয়া বেগম এর নিকট ঘরের চাবি হস্তান্তর করেন, বেসমরিক বিমান ও পর্যটন পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জনাব মহসিন আল মুরাদ মাধবপুর সার্কেল হবিগঞ্জ, জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ মাধবপুর থানা, হবিগঞ্জ, জনাব মাসুদ খান চেয়ারম্যান ০৭ নং জগদীশপুর ইউ’পি মাধবপুর। গৃহহীন এর ঘর নির্মানের জমি দাতা জনাব মোঃ ইমরুল হোসেন রাসেল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিণ্ট- ইলেকক্টিক মিডিয়ার সাংবাদিকগণ ।
পরিশেষে উক্ত অনুষ্ঠানটি দোয়া মাহফিলের মাধ্যমে সমাপ্ত ঘোষনা করা হয়।