জড়ালেগো আজ আমায় তুমি শুুধু
এ কেমন মায়ার শক্ত বাঁধনে,
তোমার ঐ ডাগর ডাগর হরিণি চোখ
দেখতে পাই যে স্বয়নে স্বপনে।
শুধু কি তাই?কাজল কালো চুলের ঘ্রাণ
ব’য়ে এনে দেয় দখিনা পবনে,
দূর ঐ নিল আকাশ পানে চেয়ে দেখি
তোমার ছবি ভাসে চাঁদ বদনে।
রক্ত গোলাপ লাল ঐ ঠোঁট দুটি তোমার
ভালোবাসা আর ভীরু আবরণে,
সারাবেলা সারাক্ষণ আমায় ডাকে আর
চুম্বকের মতো তব কাছে টানে।
না পেয়ে চোখের লোনা জলে ভেসে যায়
মনের জমিন তোমারই কারণে,
বুঝোনা কেনো ওগো সুন্দরী ললনা
বেঁচে থাকবো বলো কেমনে।