মোঃ আব্দুল হান্নান, বিশেষ প্রতিনিধিঃ শুক্রবার ( ৯ই সেপ্টেম্বর ) সকাল ১০ ঘটিকার সময় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর, বড়নগরে অবস্থিত হযরত শাহজালাল( রহ)বড়নগর মাদ্রাসার ছাত্রদের মাঝে লন্ডন প্রবাসী আফিয়া ও মনোয়ারা নামের ২ বোনের উদ্যোলুঙ্গী ও মিষ্টি বিতরণ, শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা শিহাব উদ্দিন স্যার,বিশেয অতিথি ছিলেন, মাদ্রার সভাপতিঃ মাষ্টার ইয়াইয়া,মাওঃ ফরিদ উদ্দিন, তাহের আলী, শিহাব উদ্দিন বোদাই, মেম্বারঃ জালাল উদ্দিন, মকবুল আলী, আজিজুর রহমান, মাওঃ কামরুল ইসলাম,মাওঃ হবিবুর রহমান, মাষ্টারঃ দেলোয়ার হোসেন, শাহাব উদ্দীন,মানিক মিয়া, মুজিব মিয়া, সিয়াম আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা।পরে এক দোয়ার মাহফিল অনুষ্টিত হয়।
জানা গেছে দুই বোনের পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার উন্নয়নের জন্য পরবর্তীতে আরো নগদ টাকাও প্রদান করা হবে।