***** মা ***** নূর মুহাম্মদ জাহিদ

0
66

 

মা মানে রূপালী চাঁদ, মিষ্টি সকাল বেলা!
মা হলো এ জীবনের রূপকথার এক ভেলা!
মা মানে তার জীবনের দুঃখ কষ্টের রাশি!
মা হলো হাজার কষ্টেও মিষ্টি মধুর হাসি,
মা মানে মমতাময়ী,সৃষ্টি কর্তার বাণী,
মা হলো হাজার সুরের মধু মাখা ধ্বনি!

মাগো তোমার কষ্টে কাঁদে,আল্লাহর আরশ,
মাগো তোমার খুশিতে পাই, আমি গো বেহেশত।
মাগো মাগো যতই ডাকি, ততই ভালো লাগে,
মাগো আমি মরি যেন, মরি তোমার আগে!

হাজার কষ্টেও তুমি হাসো,দেখে আমার মুখ,
হাজার দুঃখেও না কাঁদো মা,যদিও ফাটে বুক!
মা মানে এ জীবনের প্রথম খেলার সাথী,
মা হলো হতাশাতে,উজ্জ্বল আলোর বাতি!

মাগো মাগো মাগো তুমি,মাগো তুমি মহান।
এ দুনিয়ায় নাই আর কেহ,নাই তো তোমার সমান।
দশ মাসেরই কষ্ট মাগো,মরন কষ্ট ভোলো,
আমাকে দেখিতে মাগো,নয়ন তোমার খোলো!

মা মানে নেই কোন রাগ,হাসি মাখা শাসন,
মা হলো আঁচলে ঢাকা দঃখেরি এক বদন!
মা মানে হাজার তারার জ্যোৎস্না ভরা রাত,
মা হলো এ জীবনের শ্রেষ্ঠ নেয়ামত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here