এফআইআর টিভি অনলাইন ডেক্সঃ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন পুলিশ।
শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজ শেষে মুসল্লিরা গেটের ভেতরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী স্লোগান দিতে শুরু করেন। সেসময় পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে দুই ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত ধাওয়া-পাল্টা চলছে। এদিকে মোদি বিরোধী মুসল্লিদের দমাতে পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন আওয়ামী লীগের কর্মীরাও।
রাজধানীর বায়তুল মোকাররম সামনে কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। বায়তুল মোকাররমের অভ্যন্তরে অবস্থান নেওয়া মুসল্লিদের হাতে লাঠি দেখা গেছে। তারা পুলিশকে উদ্দেশ্য করে জুতা, ইট-পাটকেল ছুঁড়ে মারছেন। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এর আগে পুলিশ জানিয়েছিলো, জুমার নামাজ শেষে কেউ বিক্ষোভ মিছিল বের করলে তাদের দমন করা হবে।