আলিফ আরিফা হোক, গাজীপুর প্রতিনিধিঃ
পহেলা মে বেলা ১১টায় মহান মে দিবস উপলক্ষে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) কার্যালয়ে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি ও পিপলস লাইফ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া। জিইউজের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি মোতাহার হোসেন সম্পাদকমণ্ডলীর উপদেষ্টা দৈনিক ভোরের আকাশ , ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. আল-মামুন।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল ইসলাম ভূঁইয়া বলেন, সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় আরো বেশি সোচ্চার ও সচেতন হতে হবে। মে দিবসে এটাই হবে আমাদের অঙ্গীকার।
আরো বক্তব্য রাখেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া , শ্রীপুর ইউনিট চিফ আলামিন , সদর ইউনিট চিফ মেহেদী হাসান বিপ্লব , কাপাসিয়া ইউনিট চিফ জাকির হোসেন কামাল ও রাশেদ উল ইসলাম কমল সদস্য গাজীপুর সাংবাদিক ইউনিয়ন । আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ।