মৌ আত্মহত্যা কারণে সীমান্তর ফাঁসির দাবীতে জামালপুরে মানবন্ধন

0
241

শাকিল আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সরকারি জাহেদা শফির মহিলা কলেজের এইচ এস সি পরীক্ষার্থী সাদিয়া আফরিন মৌ কে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগে তার প্রেমিক সামিউল ইসলাম সীমান্ত ও সীমান্তের পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের বকুলতলা মোড়ে মানবন্ধন করেছে মৌ এর পরিবার ও বন্ধুরা। মানববন্ধনে মৌ এর বাবা মা বক্তব্যে জানান, সাদিয়া আফরিন মৌ গত ২৬ তারিখ শুক্রবার বিষ খেয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন যে ১০ লাখ টাকা যৌতুক দিতে না পারায় তার প্রেমিক সামিউল হাসান সীমান্ত তাকে বিয়ে করতে অস্বীকার করেন। এই কষ্ট থেকেই মৌ আত্মহত্যা করেন। সীমান্ত ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তার পরিবার। মানববন্ধন শেষে জামালপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here