এফআইআর টিভি অনলাইন ডেক্সঃ শনিবার ভোরে ভালুকায় এবং বিকেলে তারাকান্দায় দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।
তারাকান্দায় নিহতরা হলেন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাগিচাপাড়া গ্রামের বিশ্বেশর রায়ের ছেলে চন্দন রায় (৫৮) এবং আবুল কাশেম (৩২) দুর্গাপুরের বংশীপাড়া গ্রামের নোয়াব আলীর ছেলে।
ভালুকায় নিহতরা হলেন, চালক কাউসার শেখ (২৫) এবং সহকারী ইমরান হোসেন (২৬)। কাউসার নেত্রকোনার সনুরা গ্রামের সদর আলীর ছেলে এবং ইমরান একই জেলার যুগাটি গ্রামের চান মিয়ার ছেলে।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, শনিবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের তারাকান্দার মোজাহারদি গাছতলা বাজার সংলগ্ন এলাকায় ট্রাক এবং সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
“নেত্রকোণা থেকে ময়মনসিংহগামী অটোরিকশাটিকে নেত্রকোণাগামী ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।”
গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয় বলেন তিনি।