যশোর প্রতিনিধি: শার্শা উপজেলাধীন চটকাপোতা খাল হতে কন্যাদাহ বাওড় পর্যন্ত খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছেন যশোর-১ এর সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
সোমবার বেলুন উড়িয়ে এবং দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল খননের শুভ সুচনা করেন তিনি। বৃহত্তর খুলনা-যশোর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির বাস্তবায়নে এই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বজলুর রহমান, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম, সহকারী প্রকৌশলী সোহেল রানা, উপ-সহকারী প্রকৌশলী তাপস কুমার দাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,সাংগঠনিক সম্পাদক আল আমিন রুবেল সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।