জেলা প্রতিনিধি: শ্রমিক ছাড়াই কম সময়ে বেশি ধান কাটতে সরকারের অর্ধেক ভর্তুকিতে যশোরের শার্শায় চারটি আধুনিক রাইস কম্বাইন্ড হারভেস্টর মেশিন বরাদ্দ হয়েছে। যার প্রথমটি উপজেলার এক কৃষককে ১৪ লাখ টাকার সহজ কিস্তিতে প্রদান করেছে উপজেলা কৃষি অফিস। রবিবার বিকাল ৩টার সময় উপজেলা কৃষি বিভাগের অফিস চত্তর থেকে এই ম্যাশিনটি বুঝিয়ে দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল বলেন, শ্রমিক ছাড়াই কম সময়ে বেশি ধান কাটা যাবে, তাই সরকার কৃষকদের জন্য আধুনিক কম্বাইন্ড হারভেস্টর মেশিন অর্ধেক মূল্যে এবং সহজ শর্তে প্রদান করছেন। ফলে ধান কাটার জন্য শ্রমিক খুঁজতে হবে না। শুধু ধান কাটাই নয়, একসাথে মাড়াই, ঝাড়াই ও সংগ্রহ করা যাবে। তাই কৃষকদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে মেশিনটি।