যশোরে ট্রাকের মুখোমুখি সংর্ঘষে আহত ৪

0
239

মোঃ কামাল হোসেন, যশোর থেকেঃ যশোরের অভয়নগরে ট্রাকের মুখোমুখি সংর্ঘষে হয়েছে। এতে আহত হয়েছেন ৪ জন। এই ঘটনাটি ঘটেছে উপজেলা নওয়াপাড়া বেতার নামক স্থানে যশোর খুলনা মহাসড়কে। জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা খুলানাগামী ঢাকা মেট্রো- ট – ১৮ – ২৫৪৭ ট্রাকটি পাথর বোঝাই নিয়ে নওয়াপাড়া বেতার নামক স্থানে যশোর খুলনা মহাসড়কে পৌছালে নওয়াপাড়া থেকে ছেড়ে যাওয়া যশোর- ট – ১১- ৩৯৪৫ ট্রাকটি সজ্বরে ধাক্কা দেয়। এতে ঢাকা মেট্রো ট – ১৮২৫৪৭ পাথর বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা ড্রাইভারসহ যাত্রীরা আহত হন।আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ।

আহতরা হলেন, উপজেলার লক্ষীপুরের ভ্যানচালক নজরুল (৪০), আমডাঙ্গার সিরাজ, যশোরের চৌগাছার রাজিব, ঘুনি পদ্মবিলের সাইফুল রহমান(৬০)।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক এস আই শাহ আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থালে  প্রাথমিক ভাবে সেখানে জানতে পারি নওয়াপাড়া যশোর ট ১১ – ৩৯৪৫ ট্রাক এলোমেলো চলাকালীন সময় ঢাকা মেট্রো ট – ১৮ – ২৫৪৭ পাথর বোঝাই ট্রাকটি সজ্বরে ধাক্কা দেয়। এসময় পাথর বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ব্যাটারি ভ্যানে চাপা দেয়। এতে আহত হন চারজন। আমরা উভয় ট্রাক আটক করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here