এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ রাজধানীর রায়েরবাগে একটি কয়েল তৈরির কারখানায় আগুন লেগেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আরও চারটি ইউনিট সেখানে যোগ দিয়েছে। তবে রাত সোয়া ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
শনিবার ৪ ডিসেম্বর দিবাগত রাত ৩টায় রায়েরবাগ কদমতলী কয়েল ফ্যাক্টরির আগুন প্রায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে । এর আগে রায়েরবাগ কদমতলী, পুনম সিনেমা হলের পাশে একটি কয়েল ফ্যাক্টরিতে দিবাগত রাত দেড়টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট।