রাজশাহীতে জামাইয়ের হাতে শশুর খুন

0
219

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া পশ্চিম পাড়া ১৪ নং ওয়ার্ডের মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ সুমন (৩২) এর হাতে শশুর খুন হয়েছে ।

অনারুল ইসলাম গেদু (৫৫) জানা যায় ঘটনার সূত্র ১০ মার্চ ২০২২রোজ বৃহস্পতিবার সময় আনুমানিক বেলা ১১টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি হন।

জানা যায়, মেয়ের জামাই শশুর কে ছুরিকাঘাত করে। চিকিৎসা নেওয়া অবস্থায় রাজশাহী মেডিক্যাল হাসপাতালের ৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ১৫ মার্চ ২০২২ সময় আনুমানিক সকাল ০৭ ঘটিকার সময় মৃত্যুবরণ করেন ‌।

এসময় জানা যায় মেয়ে মোছাঃ চৈতী খাতুন শশুরলায় পারিবারিক কলহের জেরে মেয়ের জামাই নেশার টাকা যোগান দিতে হিমসিম খায়, এক পর্যায় মেয়ের জামায় ঘাতক মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ সুমন পিতা মূতঃ সুলতান
মাতা মোছাঃ সাবিনা ইয়াসমিন
সাং তেরোখাদিয়া পশ্চিম পাড়া পোঃ সেনানিবাস থানাঃ রাজপাড়া রাজশাহী মহানগর।

জানা যায় এলোপাতাড়ি ছুরি আঘাতের করেন মেয়ের জামায়। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া অবস্থায় মারা যায়,আনারুল ইসলাম গেদু । কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

এ বিষয়ে থানায় যোগাযোগ করা হলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ বলেন । আমরা তদন্তে করে দেখছি বিষয় টা যেহেতু গত ১০ মার্চ ২০২২ রোজ বৃহস্পতিবার অভিযোগ দায়ের করা আছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যাবস্তা নিবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here