মোছাঃ শাহিদা আক্তার, রায়পুর ( নরসিংদী) প্রতিনিধিঃ রায়পুরার মাটি ও মানুষের কল্যাণে রায়পুরা আইন জীবী কল্যাণ সমিতি, নরসিংদী এ-র উদ্যোগে ঈদ পুনঃ মিলনী ২০২৩ অনুষ্ঠানটি আয়োজন করে রায়পুরার আইন জীবীদের ঈদ পুনঃ মিলনী আয়োজন করেন নরসিংদী গ্যালাক্সি রেস্টুরেন্টে ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রায়পুরা আইন জীবী কল্যাণ সমিতির আহ্বায়ক এডভোকেট মোঃ জামালউদ্দীন। সমমানিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন, নরসিংদী জেলা আইন জীবী সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম।
উক্ত পুনঃ মিলনী অনুষ্ঠানে রায়পুরা আইন জীবী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ ও তাহাদের পরিবার পরিজন নিয়ে একটি মন মুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত পুনঃ মিলনী অনু্ষ্ঠানটি সঞ্চালনা ছিলেন, এডভোকেট নিয়াজ মোঃ অসীম, সদস্য সচিব রায়পুরা আইন জীবী কল্যাণ সমিতি। নরসিংদী।