রাস্তার বেহাল দশা ! ভোগান্তিতে প্রতিনিয়ত হাজারো হাজার মানুষ !!

0
296

মোঃ হাউশ মিয়া, স্টাফ রিপোর্টারঃ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়ন বাসিন্দাদের যাতায়াত রাস্তার বেহাল অবস্থায় ভোগান্তির শিকার হচ্ছে নিত্যদিনের চলাচলের পথচারীরা।

উপজেলার ১০নং ছাতিয়াইন ইউপির  মনিপুর-এক্তিয়ারপুর গ্রামের একমাত্র রাস্তার অবস্থা চরম  বেহাল দশায় পৌঁছে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ। এই গ্রামে সাহেব বাড়ি একটি উচ্ছবিদ্যালয় ও ৭/৮ প্রাইমারী স্কুল, একটি ফুটবল খেলার মাঠ রয়েছে। ছাত্র ছাত্রীদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে পারছে না রাস্তার বেহাল দশার কারনে।

রাস্তার বেহাল দশার চিত্র। 

জানাযায়, উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের মনিপুর- এক্তিয়ারপুর গ্রামের প্রধান সড়ক এক্তিয়ারপু মোড় থেকে নোয়াপাড়া ইউনিয়নের ঢাকা- সিলেট মহাসড়ক মোড় শাহপুর নতুন বাজার পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা। কয়েকটি গ্রামের বাসিন্দাদের একমাত্র রাস্তা প্রায় ২০ বছর ধরে এই অবস্থা অল্প বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না।

সরেজমিন গিয়ে দেখা গেছে,রাস্তায় ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। অনেক জায়গায় রাস্তার দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তাগুলো ভেঙে পড়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো ডুবে কাঁদা সৃষ্টি হয়। যার ফলে এ রাস্তা দিয়ে আর চলাচল করা যায় না।

সিএনজি চালক সোহেল মিয়ার বাড়ি এক্তিয়ারপুর। সিএনজি চালিয়েই চলে তার সংসার। রাস্তা নিয়ে তার অভিযোগ, উপজেলার কত রাস্তা ঠিক হচ্ছে, কিন্তু আমাদের রাস্তা হচ্ছে না। মাঝে মধ্যে মনে হয় আমরা এ দেশের জনগণ না। তিনি আরও বলেন, ভাঙা রাস্তার কারণে অটো রিক্সা বেশিরভাগ সময়ই টেনে নিতে হয়।

রাস্তার বেহাল দশার চিত্রচিত্র ধারন মোঃ হাউশ মিয়া। 

ডাঃ শাহ আলম,নাঠ্য অভিনেতা এম এ আবু কালাম, ব্যবসায়ী মোঃ কামরুল মিয়াসহ স্থানীয়রা জানায়, এক্তিয়ারপুর,মনিপুর গ্রামের বাসিন্দাদের একমাত্র রাস্তা হলো এটি,আমাদের দুর্ভোগের শেষ নেই। প্রায় ১৫ বছর পূর্বে এ রাস্তাটিতে অল্প জাগায় ইট বিছানো হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত রাস্তাটি আর পাকা হয়নি। দুঃখের বিষয় দেশ সংগ্রামের পর থেকে এই রাস্তার বেহাল অবস্থা, রাস্তার বিভিন্ন অংশে গর্ত সৃষ্টি হয়েছে। যার ফলে একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুউপযুক্ত হয়ে পরে। এমনকি গ্রামের মধ্যে রিক্সাওয়ালারাও আসতে চায় না। শাহপুর থেকে ২কিলোমিটার আসলে ২/৩০০ টাকা ভাড়া দিতে হয় শুধু রাস্তার কারণে।

রাস্তার বেহাল দশার চিত্র – চিত্র ধারন মোঃ হাউশ মিয়া। 

এ বিষয়ে ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ আতাউল মোস্তফা সোহেল-এর সাথে মোঠুফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তাটি আমার ইউনিয়নের মৌজায়,কিন্তু উপকারীতা ১০নং ইউনিয়ন বাসিন্দাদের,আমি ফেসকুকে এবং নিজে কয়েকবার সরজমিনে গিয়ে রাস্তাটির বেহাল দশার অবস্থা দেখেছি। রাস্তাটি নিয়ে এলাকার মানুষ অনেক কষ্টে আছে । রাস্তাটি ঐ গ্রামের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ । দেখি ছাতিয়াইন ইউ/পি চেয়ারম্যানের সাথে সমাযোতা করে কিছু করার চেষ্টা করবো।

ছাতিয়াইন ইউ/পির চেয়ারম্যান জনাব মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদের সাথে যোগাযোগ করা হলে ওনাকে ফোনে পাওয়া যায়নি বিধায় উনার মতামত তুলে ধরা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here