রূপগঞ্জের ৫৪ মন্ডপে জেলা পরিষদের চেক বিতরণ

0
117

রাকিবুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে রূপগঞ্জ উপজেলার ৫৪টি মন্ডপে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

১৯শে অক্টোবর বৃহসপ্রতিবার রূপগঞ্জ উপজেলার ডাক বাংলোতে প্রত্যেকটি মন্ডপে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। আয়োজিত বিতরণীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আনসার আলী, সীমা রাণী পাল শীলা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রূপগঞ্জ উপজেলার সভাপতি গনেশ চন্দ্রপাল, তারাবো পৌরসভার আড়িয়াবো পূজা মন্ডপের সভাপতি শ্রী তাপস প্রমূক।

এসময় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে ধর্ম নিরপেক্ষতার জন্য। আজ এ দেশে নিরপেক্ষতা আছে বলেই রূপগঞ্জে ৫৪ টি মন্ডপে পূজা করতে পারছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here