ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য জেলা বান্দরবানের লামায় সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গর্জন কাঠ জব্দ করা হয়েছে। আলীকদম সেনা জোনের জোন কমান্ডারের নির্দেশে লামা উপজেলার গজালিয়া ক্যাম্পের একটি সেনা টিম মেজর আজিজ এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে লামা বন বিভাগের লামামুখ বন চৌকি এর স্টেশন কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস সহ বন বিভাগের লোকজনও অংশ নেয়। উপজেলার সরই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেতছড়া পাড়ায় সোমবার (২৭ নভেম্বর) বিকেলে এই অভিযান চালানো হয়।
সেনা সূত্রে জানা, গোপন সংবাদের ভিত্তিতে ও আলীকদম জোনের জোন কমান্ডারের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে লামার সরই ইউনিয়নের দুর্গম বেতছড়া পাড়ায় অভিযান চালায় সেনা টিম। এসময় অবৈধভাবে মজুদ করা ৭৮০ ফুট গর্জন কাঠ (১৮০ টুকরা) জব্দ করা হয়। মূল্যবান কাঠ জব্দ করে লামা বন বিভাগকে বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।
লামা বন বিভাগের লামামুখ বন চৌকি এর স্টেশন কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস জানান, সেনাবাহিনী কর্তৃক জব্দ কাঠ বন বিভাগকে বুঝিয়ে দেয়ার কার্যক্রম চলছে।