ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য জেলার বান্দরবানের লামায় আজিজ নগর ৯’শত পিস ইয়াবাসহ নুর মোহাম্মদ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২৯ আগষ্ট মঙ্গলবার রাত ৯ টায় আজিজনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাটাপাহাড় এলাকা থেকে তাকে আটক করে আজিজ নগর ক্যাম্পের ও লামা থানা পুলিশ। আটক নুর মোহাম্মদ রোহিঙ্গা নাগরিক। আটককৃত নুর মোহাম্মদ কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত বশির আহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, রোহিঙ্গা নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে। কিছুদিন আগে চট্টগ্রামে ইয়াবা চালান নেয়ার সময় চন্দনাইশ এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে। সে রোহিঙ্গা ক্যাম্পে থাকে। সেখান থেকে ইয়াবা চালান নিয়ে আজিজনগর কাটাপাহাড় এলাকায় বোনের বাড়িতে অবস্থান করে। পরে সময় সুযোগ বুঝে নির্দিষ্ট স্থানে ইয়াবা পাচার করে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান করে ৯’শত পিস ইয়াবা সহ নুর মোহাম্মদ’কে আটক করে। নুর মোহাম্মদ এর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে, আদালতের মাধ্যমে তাকে জেল কারাগার পাঠানো হবে।