লালমনিরহাটের হাতীবান্ধায় ঋণ খেলাপির দায়ে স্বতন্ত্রপ্রার্থীর মনোনয়ন বাতিল 

0
261
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঋণ খেলাপির অভিযোগে বড়খাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পরে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো.মাহবুবুর রহমান। মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থী আব্দুল হাই বড়খাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
এবিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই বলেন,আমার প্রার্থীতা বাতিল করা হয়েছে, আমি আবারও এ বিষয়ে আপিল করবো।
রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তার ঋণ খেলাপি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আবারও আপিল করতে পারবেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here