নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় চাঁদাবাজির মামলায় ভূয়া সাংবাদিক পরিচয়দানকারী চাঁদাবাজ নূর আলমগীর অনু নামক এক প্রতারককে আটক করেছে পুলিশ। অনু বিভিন্ন পত্রিকা ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদরাসা তৈরিতে বাধা, ভাংচুর ও কাজ করতে হলে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেছে এবং বাদী পক্ষকে হত্যার হুমকিও দিয়েছে। পরে আমেনা শীরিন মুসতাযীর বাদী হয়ে নুর আলমগীর অনুকে সহ ৫ জনের নামে এজাহার দায়ের করে। এর পরিপ্রেক্ষিতে তাকে আটক করে পুলিশ।
সরেজমিনে গিয়ে অনুসন্ধানে দেখা যায়, নূর আলমগীর অনুর বিরুদ্ধে এরকম চাঁদাবাজির অভিযোগ অহরহ। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে পরবর্তী সময়ে মোটা অংকের টাকার বিনিময়ে আপোষ, চাঁদা না পেলে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের অভিযোগ সহ সাংবাদিকতার আড়ালে ও বিভিন্ন সংগঠন তৈরি করে সেটিকে কাজে লাগিয়ে মাদক সিন্ডিকেট গড়ে তোলা ও সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে নিরিহ সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেয়াই যেন এই নূর আলমগীর অনুর নেশা।
নুর আলমগীর অনু রেমিটেন্স যোদ্ধা। দীর্ঘদিন ওমানে কনস্ট্রাকশন এর কাজ করেছেন, নুর আলমগীর অনু বিদেশ থেকে এসে দৈনিক মুক্তি নামে অনলাইন পোর্টাল খুলে হয়ে যান তথাকথিত সম্পাদক তথা সাংবাদিক। এই নুর আলমগীর অনু আলোচিত কালীগঞ্জের গ্যাং রেপ মামলার ১০ নম্বর আসামী। ধর্ষিত নারীর আপোষ মিমাংসার বিচার করে টাকা নিয়ে পরে ভুক্তভোগী নারীকে দেননি। এমনটাই দাবী নির্যাতনের শিকার সেই নারীর।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, ঘটনাটি গত ৩১ তারিখের। বিশেষ গুরুত্বের সঙ্গে এই মামলাটির তদন্ত করা হয়েছে, পরে তদন্তে প্রাথমিক ভাবে মামলার সত্যতা পাওয়া গেলে মামলাটি নথি ভুক্ত করা হয়। এবং অভিযুক্ত নূর আলমগীর অনুকে গ্রেফতার করে বিধি মোতাবেক তাকে কোর্টে পাঠানো হয়েছে। তিনি বলেন, চায়ের দাওয়াত দিয়ে ডেকে আটক করার কথাটি সত্য নয়।