লালমনিরহাটে ভুয়া পরিচয় দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু আনার প্রস্তাবে ৫ জনকে আটক করে বিজিবি থানায় মামলা দায়ের ।।

0
378

এস এম আলতাফ হোসাইন সুমন,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ী সীমান্তে (বিজিবি) ক্যাম্পে গণভবন থেকে এসেছি ভুয়া পরিচয় দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু আনার প্রস্তাব দিলে ৫ জনকে আটক করে বিজিবি।
গত শুক্রবার (১১জুন) মধ্য রাতে আটক ৫ জনসহ ৭ জনের নামে পাটগ্রাম থানায় মামলা করেন পানবাড়ী ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম। এর আগে শুক্রবার সকালে ওই বিজিবি ক্যাম্পে গিয়ে নিজেদের গনভবনের লোক বলে ভুয়া পরিচয় দিয়ে অবৈধ ভাবে ভারতীয় গরু আনার প্রস্তাব দিলে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চট্রগ্রামের মিরসরাই উপজেলার মোবারক গোনা এলাকার আলাউদ্দিন ভূইয়া সাগর (৫০), ব্রাহ্মণবাড়িয়ার সড়াইল উপজেলার উচ্চালিয়াপাড়া এলাকার আশরাফ উদ্দিন (৫০), রাজবাড়ী সদর উপজেলার পশ্চিম ভবানীপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে আজিজুল হক (৪৮), বরিশালের আগোইলঝড়া থানার বারাক এলাকার আব্দুল সাত্তার হোসেলের ছেলে রফিক মিয়া (৩৫) ও পাটগ্রাম উপজেলার দহগ্রামের আক্তার উদ্দিনের ছেলে রুহুল আমিন (৪৩)।
পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ৫ জন শুক্রবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পানবাড়ী ক্যাম্পে গিয়ে পরিচয় দেয় তারা গণভবন থেকে এসেছেন। ভারত থেকে তাদের কিছু গরু আসবে এ বিষয়ে বিজিবি কে সহযোগিতা করতে হবে। এ ঘটনায় সন্দেহের সৃষ্টি হলে বিজিবি ওই ৫ জনকে আটক করেন। পরে সারা দিন খোজঁখবর নিয়ে জানতে পারেন তারা ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করেছেন।
এদিকে শেখ যুবরাজ নামে অপর একজন ব্যাক্তি মোবাইল ফোনে নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা দাবী করে বিজিবি’র সিও’কে ম্যাসেজ দিয়ে অবৈধ পথে ভারতীয় গরু পারাপারের প্রস্তাব দেন। এ ঘটনার পর পরই লুনা হুমায়ন পারভীন নামে এক নারী নিজেকে যুব মহিলালীগের কেন্দ্রীয় সদস্য পরিচয় দিয়ে মোবাইল ফোনে বিষয়টি বিবেচনার করতে অনুরোধ করেন।
এ ঘটনায় বিজিবি’র পানবাড়ী ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতেই ৭ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। তাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। আটককৃতদের আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here