লালমনিরহাটে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু

0
313

এস এম আলতাফ হোসাইন সুমন, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ-লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে একটি পোলট্রি ফার্মে বিদ্যুতের তার দিয়ে শেয়াল মারার ফাঁদ পেতে সেখানে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরেন রায় (৩৭) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিরেন ওই গ্রামের মনোরনঞ্জন রায়ের ছেলে। তিনি চারবছর ধরে পোলট্রি ফার্মের ব্যবসা করে আসছিলেন।
এলাকাবাসী জানান, বিরেন তার পোলট্রিতে শেয়ালের প্রবেশ ও মুরগি চুরি রুখতে প্রতিরাতে চারদিকে বিদ্যুতের ফাঁদ চালু করার পর রাতে বাড়ি ফিরেন। রোববার সকালে পোলট্রি ফার্মে এসে অসাবধানবশত বিদ্যুতের সংযোগ না খুলে নিজেই সেখানে পা দেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই ওই পোলট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here