আন্তর্জাতিক ডেক্স: ইসরায়েল অধিকৃত এলাকা থেকে ‘সম্ভাব্য উচ্ছেদ’ নিয়ে উত্তেজনার মধ্যে আগের দিনের ধারাবাহিকতায় শবে কদরেও জেরুজালেমে ফিলিস্তিনিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের কাছে পবিত্র রাতে সংঘর্ষস্থলের কাছেই আল-আকসা মসজিদে অনেকেই ‘ইবাদত-বন্দেগি’ করছিলেন।
সংঘর্ষের সময় ফিলিস্তিনি তরুণরা পুলিশের ব্যারিকেড ভেঙে পাথর ছুড়তে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলি দাঙ্গা পুলিশকে এসময় ঘোড়ায় চড়ে শব্দ বোমা ছুঁড়তে দেখা যায়। সেসঙ্গে জলকামানও ব্যবহার করা হয়।
প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, সংঘর্ষে শিশুসহ ৮০ জন আহত হয়েছে। এর মধ্যে একবছর এবং ১৪ বছর বয়সী একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। নিজেদের একজন আহত হয়েছে ইসরায়েলি পুলিশের দাবি।
ফিলিস্তিনি তরুণদের ধাওয়া করে ইসরায়েলি পুলিশের গুলি আর আগুনের ঝলকানি দেখিয়ে প্রাচীন নগরী দামাস্কাস গেইটের কাছে ২৭ বছর বয়সী মাহমুদ আল-মারবুয়া বলেন, “দেখুন তারা কীভাবে আমাদের গুলি করে, আমরা কীভাবে বাঁচব?
“তারা চায় না আমরা প্রার্থনা করি। প্রতিদিনই সংঘাত হবে, প্রতিদিনই সংঘর্ষ বাঁধবে। প্রত্যেকটা দিনই এখানে সমস্যা থাকবেই।”
জেরুজালেমে ইহুদি বসতি স্থাপন করা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হতে পারে- এই আশঙ্কায় কয়েকদিন ধরেই শহরটিতে উত্তেজনা বিরাজ করছে। গাজা উপত্যকায় ইসরায়েলি সীমান্তে অবস্থান নিয়েছেন কয়েকশ ফিলিস্তিনি বিক্ষোভকারী।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সেনাদের উদ্দেশ্য করে তারা জ্বলন্ত টায়ার ছুড়ে মারছে এবং বাজি ফুটাচ্ছে। গাজা থেকে সশস্ত্র বিদ্রোহীদের ছোড়া একটি রকেট খোলা জায়গায় পড়েছে বলেও তারা জানিয়েছে।
গাজার নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্ঠী হামাস নেতা মুসা আবু মারজুক এক টুইটে বলেন, “আমরা আল-আকসার জনগণকে সম্মান জানাই, যারা ইহুদিরাষ্ট্রপন্থীদের ঔদ্ধত্যের বিরোধিতা করেছেন। সেইসাথে ফিলিস্তিনি জনসাধারণকে তাদের ভাইদের সর্বাত্মক সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
ইসরায়েল জানিয়েছে, আল-আকসা মসজিদ এলাকায় গত রাতের সংঘর্ষের কারণে নতুন করে সংঘাতের আশঙ্কায় জেরুজালেম, অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় নিরাপত্তা বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হচ্ছে।
ফিলিস্তিনি এক কর্মকর্তা জানিয়েছেন, উত্তেজনা দমন করতে দুই পক্ষের সঙ্গে মধ্যস্থতা করছে মিশর। শনিবারের সংঘাতের বিষয়টি শুক্রবারের চেয়ে কম আলোচিত হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার মুসলমান এবং ইহুদি দুই পক্ষেরই পবিত্র স্থান টেম্পল মাউন্ট প্লাজায় আল-আকসা মসজিদের কাছে পাথর ছুড়তে থাকা ফিলিস্তিনি তরুণদের ওপর রাবার বুলেট ছোড়ে ইসরায়েলি পুলিশ।
শুক্রবারের এই সংঘর্ষে কমপক্ষে ২০৫ জন ফিলিস্তুনি এবং ১৮ জন ইসরায়েলি কর্মকর্তা আহত হন। আন্তর্জাতিকভাবে এই ঘটনার নিন্দা করে শান্তির আহ্বান জানানো হয়।
পূর্ব জেরুজালেমের শেখ জারা এলাকায় রাতে এই সংঘর্ষের শুরু হয়। দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যাওয়া ফলিস্তিনি পরিবারগুলো সেখানে উচ্ছেদের হুমকিতে পড়েছে। ইসরায়েলি পুলিশ জানায় শনিবার বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে পাথর ছুড়েছে।
পুলিশ কমিশনার ইয়াকভ শাবতাই বলেন, ‘উপাসনার স্বাধীনতা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে’ শনিবার জেরুজালেমে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।