হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ আসছে আগামী ৩রা নভেম্বর শুক্রবার চুনারুঘাটে শব্দ কথা নামে একটি প্রকাশনা ও ত্রৈমাসিক ম্যাগাজিনের ব্যানারে অনুষ্ঠান হওয়ার কথা ছিলো সাতছড়ি জাতীয় উদ্যানে। সাতছড়ি কর্তৃপক্ষ সেটি করার অনুমতি দেয়নি। পরবর্তীতে চন্ডী চা বাগানের মাঠে সংগঠনের অনুষ্ঠানটি করার প্রচার করতে থাকে ওই সংগঠনটি। সংগঠনের কর্নধার মনসুর আহমদ একজন শিবির ক্যাডার ছিলেন। সম্প্রতি রং বদলিয়ে তিনি সরকার সমর্থক দলের কর্মী সেজে সাহিত্য সংস্কৃতি উৎসবের নামে প্রচারনা চালাচ্ছেন। এদিকে অনেক তরুন যুবকদের বিভিন্নভাবে প্রভাবিত করে সমাজের কিছু নামীদামী মানুষের নাম জুড়ে দিয়ে তিনি ঘোলাপানিতে মাছ শিকারের প্রস্তুুতি নিচ্ছেন বলে নাম প্রকাশ না করার শর্তে অনেক ব্যক্তিই জানিয়েছেন।
চা বাগান কর্তপক্ষ ও আইন প্রয়োগকারী সংস্থার কোন অনুমতি না নিয়ে ব্যাপকভাবে প্রচারনা করায় বিষয়টি অনেকেরই দৃষ্টিগোচর হয়।
এব্যাপারে চন্ডিছড়া চা বাগানের ডিজিএম এর সাথে যোগাযোগ করা হলে ডিজিএম জানান, চা বাগান একটি সংরক্ষিত এলাকা। এখানে কোনজনসমাগম করার বিধান নেই। তিনি তাৎক্ষনিক সংশ্লিষ্ট ম্যানেজারকে চুনারুঘাট থানা পুলিশের সাথে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেছেন। এরি মধ্যে প্রশাসনের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কথিত মনসুর আহমেদ সমাজে ভালো মানুষ সাজা ও অতীতের শিবিরের গ্লানি মুছে ফেলার জন্যই এই প্রক্রিয়া গ্রহন করেছেন। তিনি মন্ত্রী মহোদয় সহ অনেক নামীদামী মানুষের নাম ব্যবহার করে ফায়দা হাসিলের ধান্দায় ব্যাস্ত বলে বিভিন্ন মহলে আলোচনার ঝড় বইছে।
বিষয়টি পুলিশ প্রশাসন সহ উদ্ধর্তন কর্তৃপক্ষের আশু ব্যবস্থা গ্রহনের দাবী সচেন মানুষের।
উল্লেখ্য, মনসুর আহমদের সহপাঠীসহ হবিগঞ্জে যারা বসবাস করছেন সবাই জামায়াত – শিবিরের সাথে সরাসরি জড়িত।
এবিষয়ে মনসুর আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, শব্দ কথার ব্যানারে সকল নিয়ম মেনে আমাদের অনুষ্ঠান করা হচ্ছে।