আলিফ আরিফা হক, গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের মাটি ও গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা ভাওয়াল রত্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি’র ১৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার ৭ই মে দুপুরে গাজীপুর সাংবাদিক ইউনিয়ন (জিইউজে)’র নেতৃবৃন্দ তার সমাধীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক এম.এ সালাম শান্তর নেতৃত্বে আহসান উল্লাহ মাস্টার এমপির সমাধীস্থলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি দৈনিক মুক্ত বলাকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন বাবুলসহ সাংবাদিক ইউনিয়নের জিএমপি সদর ইউনিট নেতা শেখ মোঃ রাশেদ উল হোসেন কমল, কাজী মোঃ আঃ মান্নান ও কালিয়াকৈর ইউনিট নেতা মাসুদ রানাসহ ইউনিয়ন সদস্য শাহানাজ পাটোয়ারি প্রমুখ।
ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর ইউনিয়নের সভাপতিসহ সকলে আহসান উল্লাহ মাস্টার এমপির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মহান রাব্বুল আল-আমিনের নিকট দোয়া করেন।