মোঃ সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় অভিযান চালিয়ে জিআরভি মামলার ওয়ারেন্টভুক্ত এক পালাতক আসামিকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে তাকে আটক করা হয়।
আটক আসামী হলেন,শার্শা থানাধীন বাগুড়ী বেলতলা গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল গনি(৪৫)।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে জিআরভী মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।