শার্শায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
167

মোঃ সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় ২৬ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ মশিউর রহমান(২৫)ও শরিফুল ইসলাম (২০)নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।বুধবার (১৯ জানুয়ারী) সকালে তাদের গ্রেফতার করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।গ্রেফতারকৃত আসামীরা হলেন, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার গোহাল বাড়ি গ্রামের মনোয়ার মিয়ার ছেলে মশিউর রহমান ও শার্শা থানার গোগা কারিগর পাড়ার ইয়াছিন আলীর ছেলে শরিফুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ফরিদের নেতৃত্বে একটি চৌকস টিম বাগআঁচড়া সাতমাইল গ্রামের গোগা টু সাতমাইল এলাকার রাস্তার উপর হতে ২৬ বোতল ফেনসিডিল  ও ফেনসিডিল বহনে ব্যবহৃত মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করে।

এ সংক্রান্তে একটি মাদক মামলা রুজুর করা হচ্ছে বলে জানান বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ফরিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here