শাহপুর লতিফিয়া ইসলামীয়া যুব সংঘের উদ্যোগে ১২তম ওয়াজ মাহফিল

0
207

এম এ কাদেরঃ  শাহাপুর লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে শামসুল উলামা আল্লামা ছাহেব কিবলা ফুলতলী (রহঃ) ও সকল মুর্দেগানের ঈসালে সাওয়াব উপলক্ষে ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল।

সভাপতি ★ আলহাজ্ব হাফিজ আব্দুর রশিদ সাহেব

প্রধান অতিথিঃ-  শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ্ (রঃ) সুযোগ্য ছাহেবজাদা
আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, ফুলতলী।

বিশেষ অতিথিঃ-
সু-মধুর কন্ঠের অধিকারী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ,বিশেষ অতিথি হযরত মাওঃ কামাল উদ্দিন আনসারী সাহেব, কিশোরগঞ্জ।

প্রধান বক্তাঃ-
ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের সুনামধন্য মুবাল্লিগ, হযরত মাওঃ মুফতি নাজিম উদ্দিন মাছুমী সাহেব, বি-বাড়িয়া।
প্রধান আকর্ষণঃ-
এ যুগের উদিয়মান তরুণ বক্তা, সুমধুর কন্ঠের অধিকারী হযরত মাওঃ হাঃ ক্বারী ফখরুল ইসলাম সুরে বেলালী সাহেব, ঢাকা।
বিশেষ বক্তাঃ-
হযরত মাওঃ হেলাল উদ্দিন সিরাজী সাহেব
সুপার, নিতেশ্বর লতিফিয়া দাখিল মাদরাসা।
হযরত মাওঃ ক্বারী আলা উদ্দিন সাহেব, মৌলভীবাজার। হযরত মাওঃ মামুনুর রশিদ সাহেব, ইমাম ও খতিব, আকবরপুর পূর্ব পাড়া জামে মসজিদ প্রমূখ।

আমন্ত্রিত উলামায়ে কেরামঃ- 
হযরত মাওঃ হাফিজ ক্বারী আল-আমিন শিপন সাহেব,ইমাম ও খতিব, গিয়াসনগর কেন্দ্রীয় জামে মসজিদ প্রমূখ।

প্রধান মেহমানঃ- জনাব গোলাম মোশাররফ টিটু সাহেব- ১২নং গিয়াস নগর ইউনিয়ন, মৌলভীবাজার, সিলেট। 

বিঃদ্রঃ- – বিস্তারিত জানতে এক নজরে মাহফিলের পোস্টার পড়ুন।

দাওয়াতক্রমেঃ
শাহাপুর লতিফিয়া ইসলামী যুব সংঘ ও এলাকাবাসী

মাহফিল পরিচালনায়ঃ-
মোঃ ইমাদ উদ্দীন (শাহাপুর) গিয়াস নগর, মৌলভীবাজার, সিলেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here