এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া শাহপুরে শাহ শরিফ উদ্দিন (রহঃ) ঈদগাঁ ময়দানে ঈদের নামাজে হাজারো মুসল্লিদের ঢল, দেশ ও জাতির কল্যাণ কামনায় যথা সময়ে মঙ্গলবার (৩রা মে) পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
করোনাকাল কাটিয়ে দুই বছর পর খোলা জায়গায় ঈদের নামাজ হয়েছে। এবার ঈদের নামাজে মুসল্লিদের ঢল নেমেছে।ঈদগাহ ময়দানে আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
করোনা পরিস্থিতিতে গত দুই বছর চারটি ঈদে মুসল্লিদের ঈদের নামাজ পড়তে হয়েছিল মসজিদে। এবার করোনার বিধিনিষেধ ছিল না।
ঈদের জামাতে নামাজ আদায় করার পর ঈদের বিশেষ খুতবা পড়া হয়। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
পরিবারের বড় সদস্যদের সঙ্গে ঈদের নামাজে এসেছে ছোট্ট শিশুটি। মঙ্গলবার ঈদগাহ ময়দানেপরিবারের বড় সদস্যদের সঙ্গে ঈদের নামাজে এসেছে ছোট্ট শিশুটি।
শাহ শরিফ উদ্দিন (রহঃ) ঈদগাহ ছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের ঈদগাহ সহ বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
মাধবপুর থানা পুলিশ সূত্রেজানা যায়, মাধবপুর উপজেলাসহ ১১টি ইউনিয়নের প্রতি গ্রামে ও পাড়া-মহল্লার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।