শিমুলঘরে সরিষার বাম্পার ফলনে লাভবান কৃষকরা 

0
20
এমএকাদেরঃ সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার শিমূলঘর গ্রামে অল্প শ্রম আর স্বল্প খরচে অধিক মুনাফা। অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যায় সরিষার ফলনও হয়েছে ভালো। অল্প সময়ে সরিষার বাম্পার ফলনে চলতি মৌসুমে বেশ লাভবান সরিষা চাষী কৃষকরা।
উপজেলার প্রতিটি গ্রামেই কমবেশি আবাদ হয়েছে সরিষার। তবে, ছাতিয়াইন, সাকুচাইল, রামেশ্বর  ও শিমূলঘর গ্রামে সরিষার আবাদ হয়েছে সবচেয়ে বেশি। অনুকূল আবহাওয়ায় সরিষার ফলন ঘরে তুলে ধান চাষের জন্য জমি তৈরি করতে ব্যস্ত এখন এসব এলাকার চাষিরা। জমি থেকে পাকা সরিষা সংগ্রহ করছেন কৃষকরা, কৃষি অধিদফতরের তথ্যমতে, চলতি মৌসুমে পুরো জেলায় প্রায় ৬৩ হাজার ২১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে সরিষার।
গত মৌসুমে সরিষা আবাদের পরিমাণ ছিলো ৩৫ হাজার ৬৭৪ হেক্টর জমিতে। কৃষকের পছন্দ অনুযায়ী বিভিন্ন জাতের সরিষার আবাদ হলেও টরি ৭, বারি ১৪, বীনা ৯ এবং বীনা ১৪ জাতের সরিষার আবাদ হয়েছে সবচেয়ে বেশি।
উপজেলার শিমূলঘর গ্রামের কৃষকরা জানান, জমি তৈরি করা থেকে ফলন ঘরে তোলা পর্যন্ত তিন বিঘা জমিতে সরিষা আবাদে তার খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। এসব জমি থেকে প্রায় ১৪ মণ সরিষার ফলন পেয়েছেন তিনি। তবে বাজারদর বেশি পাওয়ার আশায় এখনো সরিষা বিক্রি করেননি বলেও জানান।
তাছাড়া জমি থেকে সরিষা সংগ্রহে ব্যস্ত কৃষকরা, অন্যান্য ফসলের মতো সরিষা আবাদে তেমন শ্রমের প্রয়োজন হয় না। জমি থেকে পাকা সরিষা সংগ্রহ ও মাড়াই করে ফসল ঘরে তোলার পাশাপাশি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন ঐ এলাকারা কৃষকরা।
উপজেলার কৃষকরা জানান, অল্প খরচ ও সল্প সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়। ঝড় বৃষ্টি না হওয়ায় চলতি মৌসুমে সরিষার ফলনও হয়েছে বেশ। সরিষার বর্তমান বাজারদর ৩৫শ’ থেকে ৪ হাজার টাকা। তবে রোদে শুকিয়ে গুদামজাত করে পরে বিক্রি করলে সরিষার বাজারদর আরও বেশি পাওয়া যাবে বলে মন্তব্য করেন এলাকার কৃষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here