শিমুলঘর মোল্লা বাড়িতে ইছালে সওয়াব সুন্নী মহা সম্মেলন ১০ই জানুয়ারী 

0
147

নারায়ে তাকবীর – আল্লাহু আকবার 
নারায়ে রিসালাত – ইয়া রাসুলুল্লাহ (সাঃ)

আহলে সুন্নাত ওয়াল জামাত – জিন্দাবাদ জিন্দাবাদ

এম এ কাদেরঃ  আসছে আগামী ১০ই জানুয়ারী ( মঙ্গলবার) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউপির ০৫ নং ওয়ার্ডের শিমুলঘর মোল্লা বাড়িতে মরহুম মাসুক মিয়া মোল্লা ও  সকল মুরদাগণের স্বরণে পবিত্র  ইছালে সওয়াব উপলক্ষে ২য় বার্ষিক সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হবে। 

স্থানঃ- শিমুলঘর মোল্লা বাড়ি ।

মাহফিলে সভাপতিত্ব করিবেনঃ- জনাব মুহাম্মদ আব্বাস মিয়া মোল্লা সাহেব, শিমুলঘর মোল্লা বাড়ি।

উক্ত মাহফিলে যারা কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ ফরমাইবেন,,,,,,,,,

প্রধান অতিথিঃ- আন্তর্জাতিক খ্যাতিসম্মন্ন মুফাসিরে কুরআন, পীরে তরিকত রাহনুমায়ে শরিয়ত, পীরজাদা হযরত আল্লামা মুহাম্মদ মুফতি খাজা মাহবুবুর রহমান জগৎপুরী (মাঃ জিঃ আঃ) পীর ছাহেব, জগৎপুরী দরবার শরীফ, চেয়রম্যানঃ বাংলাদেশ ইসলামী সুন্নী জনতা।

বিশেষ অতিথিঃ- আল্লামা মুফতি মুহাম্মদ তোফাজ্জল হোসাইন হানাফী সাহেব – কামিল মাস্টার্স, হাদিস, তাফসির, ফিক্বহ, (অল ফার্স্টক্লাস) ইসলামী ইউনিভার্সিটি, কুষ্টিয়া, দাওরায়ে হাদিস আল হাইয়াতুল উলইয়া-বাংলাদেশ, অধ্যক্ষ মুহাম্মদিয়া জামিয়া শরীফ এম এস আলিম মাদ্রাসা, বামৈ – লাখাই, হবিগঞ্জ।

প্রধান বক্তাঃ- হযরত মাওঃ হাফেজ শরীফ উল্লাহ্ জিহাদী আল-মাহবুবী সাহেব। খতিব, কাশিমপুর জামে মসজিদ, খাদেম জগৎপুরী দরবার শরীফ।

বিশেষ বক্তাঃ- আশেকে রাসূল, কুকিল কন্ঠস্বর হযরত মাওঃ হাফেজ আবুল বাশার আল-ক্বাদেরী সাহেব, খাদেম জগৎপুরী দরবার শরীফ।

আমন্ত্রিত উলামায়ে কেরামগণঃ-  হযরত মাওঃ হাফেজ ইমাদ উদ্দীন সাহেব, খতিব শিমুলঘর গাউছুল আজম জামে মসজিদ। এবং হযরত মাওঃ হাফেজ আব্দুল হান্নান সাহেব, খতিব, শিমুলঘর মসজিদে বেলাল (রাঃ) জামে মসজিদ।

আহব্বায়কঃ- মুহাম্মদ ফাইজুল ইসলাম মোল্লা ও
হাফেজ মুহাম্মদ খাইরুল ইসলাম মোল্লা।

মাহফিল পরিচালনায়ঃ- মোঃ আবিদুর রহমান (মান্নান) মোল্লা।

সার্বিক সহযোগিতায় শিমুলঘর গ্রাম বাসি ‘দাওয়াতক্রমে- মাহফিল এন্তেজামিয়া কমিটি। 

উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ নেকী হাসিল করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here