এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ছাতিয়াইন ইউপির শিমুলঘর গ্রামে হোসাইনী যুব সংগঠনের উদ্যোগে মধ্যেগ্রাম চৌধুরীর মক্তব উপলক্ষে ২য় বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহা-সম্মেলন সম্পন্ন হয়েছে।
৮ই ফেব্রুয়ারী বুধবার চৌধুরী বাড়ি সংলগ্ন ময়দান এই সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে
সভাপতিত্ব করেন, জনাব মোঃ সাইফুল ইসলাম চৌধুরী, শিমুলঘর। সহ-সভাপতি জনাব মোঃ সামছুল হক চৌধুরী, মোঃ জিনু মিয়া চৌধুরী
মোঃ জসু চৌধুরী, মোঃ আবু মিয়া শিমূলঘর।
উক্ত মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ ফরমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সু মধুর কন্ঠের অধীকারী প্রধান অতিথি হযরত মাওঃ ক্বারী নাজিম উদ্দীন রেজবী সাহেব খলিফা, রেজবিয়া দরবার শরীফ, নেত্র কোনা ।
বিশেষ অতিথি মাওঃ ইব্রাহিম আহমেদ বাবুল রেজবী বি-বাড়িয়া।
সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ তেজস্বী প্রধান বক্তাঃ হাফেজ ক্বারী মোঃ শাহাবুদ্দিন সালেহী।
প্রধান আকর্ষণ অধ্যায়ণরত, সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা, কুমিল্লা।
হযরত মাওঃ জয়নুল আবেদ্দীন সাহেব-খতিব মসজিদে বেলাল (রাঃ) জামে মসজিদ শিমূলঘর।
বিশেষ বক্তাঃ হাফেজ জাফর আহমদ সাহেব
শিক্ষক, শিমূলঘর চৌধুরী বাড়ি মক্তব ।