এফআইআর টিভি অনলাইন ডেক্সঃ শিশুদের সঙ্গে যেন ভাল আচরণ করার হয় এবং প্রতিহিংসামূলক আচরণ যেনো না হয় সেদিকে বাড়তি নজর রাখতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার (১৭ই মার্চ) গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শিশু সমাবেশে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে যুক্ত করতে হবে। একই সঙ্গে শিশুদের মাদক ও জঙ্গীবাদের প্রভাব থেকে মুক্ত রাখতে সবাইকে সর্তক থাকার নির্দেশ দেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে আরও বলেন, করোনার প্রাদুর্ভাব কমে গেলেই স্কুল খুলে দেয়া হবে। তবে করোনার কারণে স্কুল বন্ধ থাকলেও বাসায় পড়াশোনা ও খেলাধুলা করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
লেখাপড়ার পাশাপাশি খেলা ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে শিশুদের সুন্দরভাবে বেড়ে উঠার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি।