শেখ বাহার এর পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা প্রকাশ

0
611

প্রেস বিজ্ঞপ্তিঃ বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদ্‌যাপন করা হয় এবং সরকারীভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী  উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।এর ফলে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে । ভারতেও এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয় ।

মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের সকল শহীদদের বিদেহী আত্বতার প্রতি আগাম বিনম্র শ্রদ্ধা প্রকাশ করিয়েছেন, মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউনিয়নের  যুবলীগের সাংগঠনিক ও আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ কামরুল হাসান বাহার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here