ফজলে রাব্বী, নলডাঙ্গা ( নাটোর) থেকেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকি ও প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৪ঠা মে) বিকাল ৫ টার দিকে নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের উদ্দ্যোগে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নলডাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে আসলে বিক্ষোভ মিছিল পুলিশ বাধা দিলে দলীয় কার্যালয়ে ফিরে এসে এক সমাবেশ করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু,উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনিরসহ যুবলীগের ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।