মোঃ মোরসালিন, গৌরীপুর (ময়মনসিংহ ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে গত ৯ সেপ্টেম্বর আগুনে পুড়ে যায় ৬টি দোকান। এতে ক্ষতির সাধিত হয় আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকা।
বাজারে অগ্নিকাণ্ড পরিদর্শনে এসেছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। এ সময় ব্যবসায়ীরা ইউএনওর কাছে বাজারে জরুরী ভিত্তিতে অগ্নি নিবারনের জন্য পানির পাম্পের সুব্যবস্থার কথা বলেছিলেন।
ব্যবসায়ীদের দাবি মেনে আগুন লাগার পর দিনই শ্যামগঞ্জ বাজারে পানির পাম্প স্থাপনের কাজ শুরু করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার। শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী গোবিন্দ বনিক বলেন, ঘনবসতি এই বাজারটিতে কয়েক মাসের ব্যবধানে দুইটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আমরা বাজারে ৪টি পানির পাম্পের কথা বলেছিলাম আপাতত একটি হচ্ছে, বাকি গুলো দ্রুত হবে আশা করি। শ্যামগঞ্জ বাজার ইজারাদার মোঃ মুফিদুল অসীম বলেন, বাজার উন্নয়নের জন্য আলোকসজ্জা অর্থাৎ ল্যাম্পপোস্টের সংখ্যা আরো বাড়ানো হোক। শ্যামগঞ্জ গার্লস হাই স্কুলের সভাপতি মামুনুর রশিদ বলেন, শ্যামগঞ্জ বাজারে অল্প বৃষ্টি হলেই পানি জমে যায়, পানি নিষ্কাশনের জন্য স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নেওয়া হোক।