পচাত্তরের ১৫ই আগস্ট
সেই কালো দিন
সারা বিশ্বের মানুষ
ভুলবে না কোনো দিন।
হাজার বছরের শ্রেষ্ঠ
বাঙালি প্রিয় বঙ্গবন্ধু
হৃদয় খানি ছিলো তাঁহার
অতল মহা সিন্ধু।
স্বাধীন বাংলায় ছিলো
কোটি কোটি ভক্ত
তবু নৃশংসভাবে ঝরালো
তাঁর তাজা রক্ত।
ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর
স্বপ্নের সোনার বাড়ী
এক মুহুর্তেই বানালো
হায়েনারা মৃত্যু জগৎপুরী।
সেদিনও ভোরের পাখি
গেয়ে ছিলো মধুর গান
মসজিদেও যথারীতি
হয়েছিলো আযান।
বঙ্গবন্ধুর শিশু পুত্র রাসেল
আদরের নয়নের মনি
তাকেও শুনতে দিলো না
হায়েনারা আযানের ধ্বনি।
ধানমন্ডিতে নিরব নিথর
পড়ে থাকলো সবার মরদেহ
সেদিন বঙ্গবন্ধুকে হাত ধরে
তোলার রইলো না কেহ।
সেদিন হতবাক হলো দেশ
স্তম্ভিত আকাশ বাতাস
সেদিন সৃষ্টি হলো বেদনার
একটি নতুন ইতিহাস।
সেদিন গোটা বাঙ্গালীর
চোখে শুধুই ছিলো কান্না
সেদিন সবার অন্তরে
বয়েছিল দুঃখের প্রবল বন্যা।
আজো তাঁহার জন্য
কাঁদে বাঙালির হৃদয়
বাঙালি জাতি শ্রদ্ধাভরে
স্মরণ করে বিনম্র শ্রদ্ধায়।