এফআইআর টিভি অনলাইন ডেক্সঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক কাব্যগ্রন্থ ‘ছন্দে অতীত’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে শুদ্ধ বিন্যাস প্রকাশনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেছার উদ্দীন, বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ছড়াকার অবিনাশ আচার্য, বীর প্রতিক ফুরকান মিয়া, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, কবি জাবেদ ভূঁইয়া, ছন্দে অতীত কাব্যগ্রন্থের লেখক সঞ্জিত বিশ^াস প্রমুখ।
বইটির প্রকাশক শুদ্ধ বিন্যাস প্রকাশনীর পরিচালক শিমুল তরফদার বলেন, ছন্দে অতীত বইটি মুলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক বই। বইয়ের লেখক সঞ্জিত বিশ^াস এই কাব্যগ্রন্থটিতে ১৯৬৯ থেকে ১৯৭৫ পর্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, মুক্তিযুদ্ধের ১১ সেক্টরের বিবরণ, মুক্তিযোদ্ধাদের জীবনী কাব্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।