শ্রেষ্ঠ জেলা” ক্যাটাগরিতে পুরস্কার পেলেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম 

0
113

মোঃ আমিনুল ইসলাম,শেরপুর( ময়মনসিংহ) থেকেঃ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্য বিপিএম এর সভাপতিত্বে ১২ অক্টোবর বৃহস্পতিবার তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর-২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে আগস্ট/২০২৩ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে ”শ্রেষ্ঠ জেলা” হিসেবে শেরপুর জেলা পুলিশ পুরস্কার লাভ করে।

সভায় ‘শ্রেষ্ঠ জেলা’ হিসাবে নির্বাচিত হওয়ার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়েয় নিকট হতে শেরপুর জেলা পুলিশের পক্ষে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

এছাড়াও সভায় ময়মনসিংহ রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা স্মারক গ্রহণ করেন শেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) আবু বকর সিদ্দিক ।

সভায় ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা, ময়মনসিংহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কর্তৃক প্রদত্ত এই
সম্মাননা ও পুরস্কার শেরপুর জেলা পুলিশের সকল সদস্যকে আরও উজ্জীবিত ও কর্মচঞ্চল করে তুলবে বলে দৃঢ় বিশ্বাস এবং প্রতিটি সদস্য পেশাদারিত্ব বজায় রেখে দলগত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর।

রেঞ্জ ডিআইজিকে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here