এফআইআর টিভি অনলাইন ডেক্সঃ পরিবারের ধারা তিনিও বজায় রাখছে শানায়া কাপুর ৷ দাদা-দিদিদের মতোই এবার বলিউডে আসতে চলেছেন সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর ৷
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সুশান্ত এর মৃত্যুর অভিযোগের তীর অনেকটা করণ জোহরের দিকে ছিল। অভিযোগ উঠেছিল, বেশ কয়েকটা সিনেমা থেকে বাদ দেওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন সুশান্ত।
নেপোটিজম বা স্বজনপ্রীতির বিতর্ক ছুড়ে ফেলে এবার আরেক স্টারকিডকে বলিউডে আনতে যাচ্ছেন করণ জোহর। সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন এ প্রযোজক। খবরটি প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু হয়েছে শানায়াকে নিয়ে।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আর ছবি শেয়ার করেছেন করণ জোহর। লিখেছেন, আরেক সুন্দরী আমাদের দলে ঢুকে পড়ল। ওর পরিশ্রম, ওর স্টাইল আমাকে মুগ্ধ করার মতো।
বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট, টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে, তারা সুতারিয়া সবাই জোহরের হাত ধরে বলিউডে পা রেখেছেন। শানায়ার সিনেমায় অভিষেকের খবরে তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। শাহরুখ কন্যা সুহানাও শুভেচ্ছা বার্তা দিয়েছেন শানায়াকে।