নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হওয়ায় তাকে জরুরী অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার রাতে তিনি সেখানে মারা যান।
ওই নেতার নাম নাদিম মিয়া (৫০)। তিনি নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের এরশাদ মিয়ার ছেলে। তিনি উপজেলার ৯ নং চাপড়তলা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ ফেব্রয়ারি বিকাল পাঁচ ঘটিকার দিকে চাপড়তলা হতে সিএনজি অটোরিক্সা যোগে নাসিরনগর সদরে আসছিলেন। পথে চিতনা নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশা দূর্ঘটনার শিকার হয়। এতে নাদিম গুরুতর আহত হন। পরে তাঁকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গুরুতর অবস্থা দেখে রাতেই ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে রাতেই লাশ ঢাকা থেকে গ্রামের বাড়ি খান্দুরা এসে পৌঁছায়।শুক্রবার বাদ জুম্মা জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।