সমাজকল্যাণ পরিষদ পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ বিতরণ

0
141

ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদকঃ পার্বত্য জেলা বান্দরবানের লামায় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রদত্ত এককালীন অনুদান বিতরণ করা হয়েছে। (২রা নভেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় লামা উপজেলা পরিষদ হলরুমে লামা উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বন্যা ও ভারীবর্ষণে লামা উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে এই অনুদান দেওয়া হয়। এদিক থেকে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবার ও দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রী ৩০০ জনকে নগদ এককালীন ২০০০ (দুই হাজার টাকা) করে বিতরণ করা হয়।

অনুদান বিতরণ কার্যক্রমে লামা উপজেলা নির্বাহী অফিসার মো.মোস্তফা জাবেদ কায়সার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) তানভীর হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম,লামা সরকারি মাতামুহুরি কলেজ ছাত্রলীগের সভাপতি, কলেজ ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ভূইয়া নাহিদ,সাধারণ সম্পাদক আরিফুল হক, ছাত্র/ছাত্রী’সহ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here