সরকারি স্কুলের ট্রান্সমিটারের যন্ত্রাংশ চুরির ৩ মাসে ও সুরাহা হয়নি

0
200

মোঃ মাসুদ আলম, চুনারুঘাট থেকেঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পড়াঝার সরকারি প্রথমিক বিদ্যালয়ে সংযুক্ত বিদ্যুৎতের খুঁটি থেকে ৫ কেবি ট্রান্সমিটার থেকে ভিতরে থাকা যন্ত্রাংশ চুরি হওয়ার তিন মাস পরে ও কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

অন্যত্র ট্রান্সমিটার বিহীন সংযোগ থেকে বিদ্যালয়ে বিদ্যুৎ সরবরাহের কাজ চলছে। জানা যায় বিগত তিন থেকে সাড়ে তিন মাস পূর্বে চুনারুঘাট উপজেলার পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কে বা কাহারা চলন্ত বিদ্যুতের খুটি থেকে ট্রান্সমিটারের ভিতরে থাকা মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। অপ্রয়োজনীয় যন্ত্রাংশের কিছু অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় স্কুল থেকে আধা কিলোমিটার দূরে মরাখাল নামক স্থানে।

কোনো দক্ষ ইলেকট্রিকের কাজ জানা লোকের দ্বারা এমন চুরি সংগঠিত হতে পারে বলে এলাকাসীর ধারনা। শুধু এখানে নয় চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে কৃষি কাজের জন্য সেচের বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি অহরহ ঘটনা ঘটছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here