আল আমিন হাসান, সরিষাবাড়ি ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ “সমবায়ে গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুর সরিষাবাড়ীতে শনিবার ( ৪ নভেম্বর ) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ৫২তম জাতীয় সমবায় দিবস ।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালী, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় ।
পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাচন অফিস সংলগ্ন কনফারেন্স রুমে এসে উক্ত র্যালী শেষ হয় ।
সমবায় র্যালীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলি, উপজেলা সমবায় অফিসার মোঃ আঃ হালিমসহ সমবায় সমিতির সদস্যগণ অংশ গ্রহণ করেন ।
৪ঠা নভেম্বর সকাল ১১.৩০টায় উপজেলা কনফারেন্স রুমে সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরিদের সঞ্চালনায় এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কান্তী দত্তের সভাপতিত্বে দিবসের প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।