আল আমিন হাসান , জামালপুর ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ জামালপুর সরিষাবাড়িতে বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র মনির উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
সরিষাবাড়ী পৌরসভা খ শ্রেণী থেকে ক শ্রেণীতে উন্নীত করায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বাউসী বাঙালী হাই স্কুল এন্ড কলেজ ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও সভাপতি গভর্নিং বডি বাউসী বাঙালী হাই স্কুল এন্ড কলেজ এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনির উদ্দিন ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ গোলাম মোস্তফা অধ্যক্ষ বাউসী বাঙালী হাই স্কুল এন্ড কলেজ এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক হায়দার আলী ।
এতে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান , সাবেক প্রধান শিক্ষিক বাহাদুর আলী ও বাদশা মিয়া ও উক্ত বাউসী বাঙালী হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা এবং গভর্নিং বডির অন্যান্য সদস্যরা এবং দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।